২০ এপ্রিল ২০২৪, ০২:৫০ অপরাহ্ন, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
হবিগঞ্জে টানা দুদিনের অভিযানে ১৩টি রকেট লঞ্চারসহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

হবিগঞ্জে টানা দুদিনের অভিযানে ১৩টি রকেট লঞ্চারসহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

অনলাইন ডেস্ক::হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও অভিযান চালিয়েছে র‌্যাব ও সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। টানা দুদিনের অভিযানে ১৩টি রকেট লঞ্চারসহ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মশিউর রহমান। তিনি বলেন, শনিবার দুপুরে অভিযান শেষ হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ নভেম্বর) ভোরে র‌্যাব-৭ ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের একটি দল সাতছড়িতে অবস্থান নেয়। সকাল থেকে জাতীয় উদ্যানের ভেতর গহীন বনে অভিযান শুরু করেন তারা। দিনব্যাপী চলে এ অভিযান। রাতে অভিযান বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয়।

র‌্যাব জানায়, দুদিনব্যাপী অভিযানে গহীন বনের ভেতর থেকে ১৩টি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে অভিযান সমাপ্ত করা হয়েছে।

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, র‌্যাব অভিযানের আগে থানায় কিছুই জানায়নি। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় একটি জিডি করা হয়। র‌্যাবের এসআই সোহেল এ জিডি করেছেন। উদ্ধারকৃত বিস্ফোরক ধ্বংস করতে আদালতে আবেদন করেছে র‌্যাব।

তিনি বলেন, অভিযানের খবর পেয়ে সেখানে আমিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য যাই। তবে আমরা বনের বাইরে ছিলাম। সাতছড়ির বনের প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে অভিযান চালানো হয়। অভিযানের টিমে ৩০ জন সদস্য ছিলেন।

এর আগে ২০১৪ সালের জুন মাসে ৩ দফায় সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালায় র‌্যাব। এ সময় রকেট লঞ্চার, মেশিনগান, মেশিনগানের গোলা, ট্যাংক বিধ্বংসী গোলাবারুদসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019