মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:৫৭ অপরাহ্ন
ক্রাইম ডেস্ক::ঢাকা-বরিশাল মহাসড়কে বরিশালের গৌরনদীর মাহিলাড়া নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৌরনদী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী বাদল খান (৫৮) নিহত হয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল খানের বাড়ি উপজেলা সদরের দক্ষিণ পালরদী গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, রাতে বরিশাল শহর থেকে ভারতীয় ভিসা সংগ্রহ করে বন্দরের অপর ব্যবসায়ী জাকির ফকিরকে নিয়ে মোটরসাইকেলে করে গৌরনদীতে ফিরছিলেন বাদল খান।
রাত ৮টার দিকে তাঁরা মাহিলাড়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তাঁরা।
স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে প্রথমে গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বাদল খানকে বরিশাল শের এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।
আজ বৃহস্পতিবার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল বাদল খানের। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃতুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এম জহির উদ্দিন স্বপন।
গৌরনদী হাইওয়ে থানার পরিদর্শক আমীর হোসেন বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। মাইক্রোবাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।’