১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
ক্রাইম ডেস্ক::
প্রাথমিক শিক্ষা সমাপনী ( পিইসি) পরীক্ষার প্রথম দিনে কিশোরগঞ্জে ট্রাকচাপায় লাজুক আক্তার (১১) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চরমারিয়া এলাকায় এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। লাজুক ওই উপজেলার মারিয়া গ্রামের ইমরান মিয়ার মেয়ে ও মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থী। বিয়য়টি বিডি বুলেটিন.কম কে নিশ্চিত করেছেন.কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মিজানুর রহমান। এসময় তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোরবার দুপুরে পিইসি পরীক্ষা শেষে অটোরিকশায় করে লাজুক আক্তারসহ আটজন পরীক্ষার্থী বাড়ি যাচ্ছিল। পথে চরমারিয়া এলাকায় তাদের মধ্যে ছয়জন একটি দোকানে নেমে যায়। এসময় হঠাৎ অটোরিকশাকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লাজুকের মৃত্যু হয় এবং আহত অপর একজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি ।