০৩ মে ২০২৪, ০৩:০১ অপরাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তিন বছর পর জামিনে কারামুক্ত মামুনুল হক দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস পাওনা টাকা না পেয়ে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অতঃপর… সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: মিলার দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা গৌরনদীর ধানডোবা গ্রামে স্ত্রীর অধিকার পেতে তিন মাসের আন্তঃসত্ত্বা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ ও নেক্সট টুর অপারেটর এর মধ্যে আলোচনা ও মতবিনিময় স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী স্বপনের গনসংযোগ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন
প্রতিবাদ করতে গিয়ে রাজাপুর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হামলার শিকার। আজকের ক্রাইম নিউজ

প্রতিবাদ করতে গিয়ে রাজাপুর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হামলার শিকার। আজকের ক্রাইম নিউজ

আজকের ক্রাইম ডেস্ক::ঝালকাঠির রাজাপুরের পাড় গোপালপুর গ্রামের চকিদারবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে ঝড়ে ছিড়ে পড়া তার মেরামত করতে গিয়ে বখাটে উচ্ছৃখল কয়েক যুবকের হামলায় ৩ লাইনম্যান আহত হয়েছে। এ সময় হামলাকারীরা বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মালপত্র লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে রাজাপুর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জলিল উদ্দিন হাওলাদার হামলার শিকার হয়েছেন। আহতদের মধ্যে ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জলিল উদ্দিন হাওলাদার ও পল্লী বিদ্যুতের ঠিকাদারের লাইনম্যান মেহেদি হাসান (২৬) রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। এ ঘটনায় রাজাপুর পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান আকরাম আলী ও টমটম চালক আল আমিন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানায় এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও আহতদের অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাড় গোপালপুর গ্রামের চকিদারবাড়ি এলাকায় ঝড়ে ছিড়ে পড়া তাঁর মেরামত করে লাইন চালু করলে একটি ছেঁড়া তারে ফায়ার দেয়। তখন দ্রুত লাইন বন্ধ করে পল্লী বিদ্যুতের পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান আকরামের নেতৃত্বে ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথেই তাদের উপরে পূর্ব পরিকল্পিতভাবে আলতাফ চকিদারের ছেলে উচ্ছৃখল বখাটে চাঁন মিয়া (২৪), ফরিদ হোসেন (২৮), সদর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর নুরুনাহার আক্তার নিরুর ছেলে উচ্ছৃখল ও বখাটে জসিম মোল্লা (৩৩), আব্দুল মালেক কলেজের শিক্ষক সোহাগ মোল্লা, টিপু মোল্লা ও মন্টুর ছেলে অপু মোল্লাসহ ১৫/২০ জন মিলে হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের যন্ত্রপাতি ও মালপত্র লুটপাটে নেয়। আ’লীগ নেতা জলিল উদ্দিন হাওলাদার অভিযোগ করেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম, চাদাবাজি, নিরীহ লোকজনকে মারধর ও হয়রানি করে আসছিলো এবং এলাকায় মাদকের অখড়া গড়ে তুললে তার প্রতিবাদ করায় তাকে হত্যাসহ নানাভাবে হুমকি ও ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছিলো। এসব ঘটনার জেরে পরিকল্পিতভাকেই বিদ্যুতের লোকজনকে মারধরের প্রতিবাদ করায় তার উপরে হামলা চালায়। এদের বিরুদ্ধে থানায় ও আদালতে বিভিন্ন মামলা চলমান। ঝালকাঠি পল্লী বিদ্যুত সমিতির জিএম (চলতি দায়িত্বে) সাদিক জামান জানান, এ ঘটনায় রাজাপুর পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তাদের আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে, হামলাকারীরা পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019