১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ আমিরুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি::-
বেনাপোল সীমান্ত থেকে ৬ পিস স্বর্ণের বারসহ মনিরা খাতুন ৪৫ নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা।
বুধবার ১৩ নভেম্বর সকাল ১২ টায় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক মনিরা বেনাপোলের বড়আঁচড়া গ্রামের রমজান আলীর স্ত্রী।
২১ ব্যাটালিয়ন বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মশিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দৌলতপুর সীমান্তের গরুর খাটালের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সৌপর্দ করা হবে বলে তিনি জানান।