১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে অসুস্থ কিশোরকে হত্যার দায়ে ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন লিটন আকন (২৯) কাউখালী উপজেলার বিড়ালঝুড়ি গ্রামের আক্তার হোসেনের পুত্র এবং সাহেদ সরদার (৩০) একই উপজেলার গোসনতারা গ্রামের মৃত আইউব আলীর পুত্র।
বুধবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মমদ সামসুল হক এ আদেশ দেন।
উল্লেখ্য, কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের উজ্জল আকনের বুকের বাল্ব নষ্ট হওয়ায় চিকিৎসার জন্য আত্মীয়স্বজন ও স্থানীয় স্বজনদের কাছ থেকে ১২ হাজার ৫০০ টাকা সাহায্য পায়। ঐ টাকা অসুস্থ উজ্জল আকনের কাছেই জমা থাকে। ঘটনার দিন ৮ জুলাই ২০১২ সকাল ১০টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি লিটন আকন ও সাহেদ সরদার উজ্জলকে বাড়ি থেকে ডেকে কাউখালী বন্দরে ডেকে নিয়ে যায়। এ সময় তারা উজ্জলকে ইট দিয়ে মাথায় পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে টাকা ছিনিয়ে নেয় এবং লাশ নদীতে ফেলে দেয়।