০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালি গ্রামের ফকির হাট এলাকায় পিতা দেলোয়ার হোসেন খানের মাথায় লোহার রড ঢুকিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে তরিকুল ইসলাম হৃদয় (২০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার রাত ৯ টার উপজলোর বড় কর্বৈতখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৮ নভম্বের রাতে হাত খরচের টাকা না দেয়ায় বাকবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার রড মাথায় ঢুকিয়ে দিলে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন গভীর রাতে মারা যান দেলোয়ার খান (৪২)। এ ঘটনায় স্ত্রী ফাতিমা ওরফে আল্লাদী বাদী হয়ে ছেলে আসামী করে ১১ নভেম্বর রাজাপুর থানায় মামলা (নং৮) দায়রে করেন। রাজাপুর থানার ওসি জাহদি হোসনে জানান, হৃদয়কে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে বলেও জানান তিনি