০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::বরিশালের উজিরপুরে সরকারের ১০ টাকা মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ডিলার আল আমিন সিকদারকে গ্রেফতার ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার।
শনিবার বেলা ১২টায় শিকারপুর ইউনিয়নের তাঁরাবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুন্ডপাশা গ্রামের হোসেন আলী সিকদারের ছেলে আল আমিন সিকদারকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, আল আমিন সিকদার ঐ ডিলারের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ ৪৯৭ জন কার্ডধারীকে ১০ টাকা মূল্যের চাল বিতরণ করতেন। সকলের কাছ থেকে অতিরিক্ত ২০ টাকা করে আদায় করতেন। কার্ডধারীদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।