১২ Jul ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন, ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::প্রবল ঘূর্নিঝড় বুলবুল মোকাবেলায় সম্পূর্ন প্রস্তুত রয়েছে বরিশালের গৌরনদী উপজেলা। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন সাইক্লোন শেল্ডারগুলো খুলে দেওয়া হয়েছে।
শনিবার সকালে দূর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
এসময় প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের ঘূর্নিঝড় বুলবুল প্রস্তুতির বিষয়ে খোজখবর নেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।