১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল ইসলাম জেল হাজতে।
শনিবার বেলা একটায় ডাবেরকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে উজিরপুর মডেল থানা পুলিশ।
উপজেলার সাকরাল গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে মাইনুল ইসলাম ২০১৮ সালে সাকরাল গ্রামের ইউনুস সরদারের মেয়ে সোনিয়া আক্তারকে বিবাহ করেন। বিবাহের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। এ কারণে সোনিয়া বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতন ধারায় ১৬৭/১৯ মামলা দায়ের করলে মহামান্য আদালতের বিচারক মারুফ হোসাইন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
শনিবার বেলা একটায় বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বন্দর থেকে উজিরপুর মডেল থানার এস.আই মাহাতাব উদ্দিন তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।