১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক::নোয়াখালীর কবিরহাটে তাবলিগ জামাতের ১৪ জন সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পরে শুক্রবার সকালে স্থানীয়রা অসুস্থ তাবলিগ জামাতের ১৪ জন সদস্যকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা তারা সবাই আশঙ্কামুক্ত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, গত দুই দিন আগে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের ১৫ জন সদস্য এখানে আসে। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে ভাতের সঙ্গে পাতলা ডাল খেয়ে সবাই অচেতন হয়ে পড়ে। এ ঘটনায় তাবলিগ জামাতের ময়মনসিংহের রুবেল নামে এক সদস্য পলাতক রয়েছে। পুলিশ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ ঘটনায় ভুক্তভোগী তাবলিগ জামাতের সদস্যরা জানান, পলাতক রুবেল তাদের জামাতের সফর সঙ্গী ছিল। সে গতকাল রাতে সবাইকে ভাতের সঙ্গে ডাল খাইয়েছিল। সে ডালের সঙ্গে অচেতন হওয়ার মত কোনো দ্রব্য খাইয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা তাদের। পলাতক রুবেল তাবলিগ জামাতের সাদ গ্রুফের সদস্য বলে দাবি করেন ভুক্তভোগীরা