০৭ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১০ নং গারুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাকেরগঞ্জ থানা বরিশাল জেলা তিনি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা সৈয়দ আহম্মেদ নয়া তালুকদারের রাজনৈতিক জীবন… ১৯৬৬ সাল থেকে আওয়ামী রাজনীতির সাথে ওতো প্রতো ভাবে জরিত তিনি সবসময়ই বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী রাজনীতি করতে গিয়ে ১৯৮৫সালে হামলা এবং মামলার শিকার হন এবং ১৯৯১ এবং ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে যার ভুমিকা ছিল শতভাগ এবং ২০০১ সালের নির্বাচনে জামাত বি এন পি র ঐ সন্রাসী তান্ডবে যখন কোন নেতা কর্মী ভোট সেন্টারে যেতে পারেননি ঠিক তখনি নিজের জীবনকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর নৌকা রক্ষা করতে গিয়ে জামাত/ বি.এন.পি’র সন্রাসীরা হামলা করে তারা নিশ্চিত মৃত্যু ভেবে চলে যায় আল্লাহর অশেষ রহমাতে বেচে যান এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে যখন দলের অনেক নেতাকর্মী টাকার পিছনে দৌরা দৌরি করে সিংহের নির্বাচন করে তখন উনি বঙ্গবন্ধুর আদর্শ্যচু্ত হননি শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মহাজোট প্রার্থীর পক্ষে শতভাগ কাজকরেন আজ সামান্য একটা ওয়ার্ড কমিটিতে তার কোন স্তান নেই। এই ষড়যন্র থেকে ত্যাগী নেতারা বাচতে চায়।