১৫ নভেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক
বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য তৌহিদুল ইসলাম বাদশাকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে।
বুধবার বরিশাল মহানগর কমিটির নেতৃবৃন্দের এক জরুরি সভায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে বিষয়টি বরিশাল মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তাকে বহিস্কার করা হয়েছে।