২২ জানুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন, ২১শে রজব, ১৪৪৬ হিজরি, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বরিশালের সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মোঃ রাসেল হাওলাদারকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়ের ইসলাম সান্টু ভুইয়া ও সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যেখানে বলা হয়েছে, গৌরনদী উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী মোঃ রাসেল হাওলাদারকে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে ছাত্রলীগের সকল কর্মকান্ড থেকে সাময়িক বহিস্কার করা হল।
এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, ছাত্রলীগ নেতা রাসেল গত সোমবার বরিশাল নগরের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। এসময় স্ত্রী পরিচয় দিয়ে এক তরুনীকে সাথে নিয়ে সেই কক্ষে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত হয়। অপরদিকে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তরুনীসহ ছাত্রলীগ নেতা রাসেলকে আটক করে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়ের ইসলাম সান্টু ভুইয়া সাংবাদিকদের জানান, তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রাসেলকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে।