০৯ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
কোনো ধরনের অপরাধের প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
তিনি বলেছেন, জনগণের ট্যাক্সের টাকাতেই আমাদের বেতন হয়, রেশন হয়। সেই জনগণের সেবাদানে কোনো গাফিলতি হচ্ছে কি-না তা আমরা দেখবো। আর এজন্যই ‘ওপেন হাউস ডে’ পালন করা হচ্ছে। কোনো অপরাধের প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বরিশাল মহানগরের বন্দর থানায় ‘ওপেন হাউস ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমপির অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সহকারী কমিশনার (কমিউনিটি পুলিশিং) নাসির উদ্দিন মল্লিক, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) ফায়জুর রহমান প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।