২২ এপ্রিল ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক
কুমিল্লায় দেবীদ্বার খাদঘর এলাকায় মসজিদের পাশে লাগেজে অজ্ঞাত এক তরুণীর লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
জানা যায়, মঙ্গলবার সকালে খাদঘর এলাকার একটি মসজিদের পাশে লাল রঙের একটি লাগেজে অজ্ঞাত ওই তরুণীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিরুল আনোয়ার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত তরুণীর লাশের এখনো পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। খাদঘর এলাকায় মসজিদের পাশে লাশটি পাওয়া গেছে বলে তিনি জানান।