১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৪ অপরাহ্ন, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এবার জেএসসি পরীক্ষার্থী ৩৭১জন। এর মধ্যে ছাত্র ১৭১জন এবং ছাত্রী ২১১জন। অনুপস্থিত ১১জন। রেফার্ড পরীক্ষা দিচ্ছে ৯জন। ২নভেম্বর বাংলা বিষয়ের উপর প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। আগামী ১১নভেম্বর বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। ৪ নভেম্বর ইংরেজি বিষয় পরীক্ষা চলা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব মো: আবু বক্কর ছিদ্দিক জানান, পরীক্ষা সুষ্ঠু ও সন্দুর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র কমিটির সভাপতি জাহিদ ইকবাল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।