০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেস্ক
পিরোজপুরের ভান্ডারিয়ায় ১শ ৬০ পিস ইয়াবা সহ সুলতান ফরাজী (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার বিকাল চারটার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী স্বাস্থ্য কমপ্লেক্স এর দক্ষিণ পাশের সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক সুলতান ফরাজী পাশ্ববর্তী কাঠালিয়া উপজেলার বড় কাঠালীয়া গ্রামের আকবর ফরাজীর পুত্র। থানাসূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই কাইয়ুমের নেতৃত্বে এস আই ফেরদৌস ও এ এস আই পনির মাদক কারবারি সুলতান ফরাজী কে আটক করে। আটকের পর তার দেহ তল্লাসি করে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ভান্ডারিয়া থানার আফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, ১শ ৬০ পিস ইয়াবা সহ সুলতান ফরাজী কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।