২২ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন, ২১শে রজব, ১৪৪৬ হিজরি, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধি
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ১০টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার ১০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০টি কেন্দ্রে ২৮৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে মাধ্যমিক ৬টি, মাদ্রাসা ১টি ও কারিগরি ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র হলো-বারপাইকা কেন্দ্রে ৪৯৯, আগৈলঝাড়া বিএইচপি কেন্দ্রে ৫০৯, গৈলা কেন্দ্রে ৪৪২, বাগধা কেন্দ্রে ৪৬৮, বাশাইল কেন্দ্রে ৫৪৩জনসহ ২৪৬১জন। এর মধ্যে অনুপস্থিত রয়েছে ৫০জন। এছাড়া গৈলা মাদ্রাসা কেন্দ্রে ২২৭ জনের ৮জন অনুপস্থিত রয়েছে। কারিগরি শাখায় ২০৫জনের মধ্যে ২৩জন অনুপস্থিত রয়েছে। ২রা নভেম্বর সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রয়োজন ও অনুমতি ছাড়া পরীক্ষার দায়িত্বে নিয়োজিত নন এমন কোন প্রধান শিক্ষক বা শিক্ষক কেন্দ্রে প্রবেশ করার অনুমতি নেই।