১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
বরিশাল র্যাব-৮ এর অভিযানে ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ০১ নভেম্বর ২০১৯ তারিখ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৬.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন পশ্চিম চরামদ্দি মাধ্যমিক বিদ্যালয় এর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ০১ নভেম্বর ২০১৯ তারিখ আনুমানিক ০৬.৪৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২(দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ সিরাজ গাজী(৪০), পিতা- মোঃ আঃ জব্বার গাজী, (২) শিউলি বেগম(৩৫), স্বামী- মোঃ সিরাজ গাজী, উভয় সাং- চরামদ্দি, থানা- বাকেরগঞ্জ, জেলা-বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত ১নং আসামী মোঃ সিরাজ গাজী(৪০) এর ডান হাতে থাকা স্কুল ব্যাগের ভিতরে হইতে ০২ (দুই) কেজি গাঁজা এবং ২নং আসামী শিউলি বেগম(৩৫) এর বাম হাতে থাকা স্কুল ব্যাগের ভিতর হইতে ০২ (দুই) কেজি গাঁজা। সর্বমোট ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করে। র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।