০৯ নভেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
বরিশাল নদী বন্দরে অভিযান চালিয়ে আধাকেজি গাঁজাসহ অনিক ডাকুয়া (১৮)কে আটক
করেছে কোষ্টগার্ড।
শুক্রবার (০১ নভেম্বর) সকালে কোষ্টগার্ড বরিশাল স্টেশানের সদস্যরা
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল নদী বন্দরের পল্টুনে অভিযান চালিয়ে তাকে
আটক করে।
তবে কোষ্টাগার্ডের উপস্থিতি টের পেয়ে অনিকের সাথে থাকা আরো ২ যুবক পালিয়ে
যায় এবং তারা রসুলপুর থেকে এ গাঁজা নিয়ে নগরে প্রবেশ করছিলো বলে
জানাগেছে।
আটক অনিক ডাকুয়া (২৮) বরিশাল নগরের সিঅ্যান্ডবি ১ নম্বর পোল সংলগ্ন
এলাকার হাজি বাড়ির বাসিন্দা সুকান্ত ডাকুয়ার ছেলে।