২৬ জানুয়ারী ২০২৫, ১০:০৬ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
নিউজ ডেক্স
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত চোরাই মোবাইলসহ আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনয়িনের পাংশা এলাকার আ. রাজ্জাক হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সাতমাইলের ক্যাডেট কলেজ বাজার মসজিদ সংলগ্ন আসামির বসতঘরে অভিযান চালায়। অভিযানে তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৫৭ টি চোরাই মোবাইল সেট ও ২০ টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।