০৯ নভেম্বর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, রবিবার, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
মৃধা জুয়েল ,, বাকেরগঞ্জ প্রতিনিধি,
বরিশাল বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন এর বিশিষ্ট ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মজিবুর রহমান মৃধা ইলিশ সংরক্ষণ অবরোধ উপেক্ষা করে কিছু সঙ্গী নিয়ে নিয়ামতি বাজার সংলগ্ন বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গেলে,
রাজাপুর থানার মৎস্য অফিসারের সমন্বয় পুলিশের একটি টিম নদীতে এসে ট্রলার তারা করে।
ট্রলারের মজিবর মৃধার সঙ্গীদের ভাষ্যমতে পুলিশ বেধড়ক পিটানো শুরু করলে, ট্রলারে থাকা সফর সঙ্গীরা নদীতে ঝাঁপ দেন এবং মুজিবুর মৃধা পানিতে ডুবে যায়,
প্রত্যক্ষদশীরা জানান, মুজিবুর মৃধার শরীরে ভারী পোশাক থাকায় কারনে নিজেকে সামলে উঠতে পারেনি বার বার পুলিশকে বলেন অামাকে বাঁচান, অামাকে বাঁচান বলতে বলতে পানির স্রোতে ভেসে অদৃশ্য হয়ে যান মজিবুর।
পরে সোমবার সকালে ঐ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।