১৯ মার্চ ২০২৫, ১২:১৩ অপরাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
হবিগঞ্জের মাধবপুরে শিশুর গাছ ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মা ও শিশুকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।
শনিবার দুপুরে মাধবপুর পৌর শহরের গুমুটিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গুমুটিয়া গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী পারভিন (২৫) ও তার শিশু কন্যা আলিয়াতুনেছা (২)।
আহত গৃহবধূ পারভিন বেগম জানান, ওই গ্রামের প্রতিবেশী আবু তাহেরের সঙ্গে তার জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার দুপুরে তাদের শিশুকন্যা আলিয়াতুনেছা একটি গাছ ছিঁড়ে ফেলায় প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা করে। এতে মা ও শিশু আহত হয়ে মাধবপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মাধবপুর থানার নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা এসআই শিবানি দাস জানান, আহতরা মাধবপুর থানায় আসার পর তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।