১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোবারক হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে আলোচনা সভা, র্যালি, সম্মাননা পুরস্কার বিতরণ মধ্য দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ শ্লোগানে ২৬ অক্টোবর শনিবার একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ টায় জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে জেলা সদরের টাউন হলে পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মোহাঃ আহমার উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এম.পি।
সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন।