১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
বরিশালে র্যাব-৮ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বর গ্রেফতার,
বিদেশী অস্ত্র ও মাদক উদ্ধার।। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল ২৪ অক্টোবর ২০১৯ তারিখ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বর বাড়িতে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি রাত ২২.২০ ঘটিকায় আসামী মোঃ বেলায়েত মাতুব্বর @ বিল্লাল(২৯) এর বশত বাড়িতে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পর্যাপ্ত সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে তার হেফাজতে মাদক ও অস্ত্র আছে। স্থানীয় সাক্ষীগণের উপস্থিতিতে তার বাসা তল্লাশি করলে (ক) ০১ বিদেশী পিস্তল, (খ) ০১ওয়ান শুটার গান, (গ) ১২ রাউন্ড গুলি, (ঘ) ০১টি ধারালো দা এবং (ঙ) ১৫০(একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
ধৃত আসামী তার নাম (১) মোঃ বেলায়েত মাতুব্বর @ বিল্লাল (২৯), পিতা- মোঃ জালাল মাতুব্বর, সাং- পশ্চিম বয়সা, থানা- গৌরনদী, জেলা- বরিশাল বলে জানায়। তার নামে বরিশাল জেলার বিভিন্ন থানায় ১২ টি মাদক মামলা রয়েছে। র্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ব্যাপারে র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় একটি অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেন।