০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রবিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
ডেক্স রির্পোট,,দীর্ঘ প্রতীক্ষা শেষে দুই হাজার ৭৩০ প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ অক্টোবর) গণভবনে তিনি এ তালিকা ঘোষণা করেন।
বরিশালে ৫৬টি স্কুল এমপিওভূক্ত হয়েছে। এর মধ্যে মাধ্যমিক স্কুল ৪৩টি, জুনিয়র স্কুল১৩টি, ডিগ্রী কলেজ ১১টি, স্কুল এন্ড কলেজ ৬টি এবং কলেজ ১৫টি।
স্কুল (৫৬টি) :
এমপিওভূক্ত বরিশালের গৌরনদীর ভূরঘাটা মা/বি, আগৈলঝাড়ার রতœপুর মা/বি, রাংতা মা/বি, ঐচারমাথ মা/বি, ভালুকশি মা/বি, উজিরপুরের মাশাং মা/বি, নাথেরবান্দি মা/বি, হাজী এম এ রশিদ মা/বি, বাবুগঞ্জের বাহেরচর আদর্শ নমা/বি, হিজলার আলহাজ্ব মাওঃ মুস্তফা ফয়জুর রহমান মা/বি, বাহেরচর লক্ষিপুর মা/বি, মেহেন্দিগঞ্জের দাদপুর তেমুহানী মা/বি, বরিশাল সদরের আলহাজ্ব দলিলউদ্দিন বালিকা মা/বি, বাকেরগঞ্জের জিপিএস মা/বি, মধ্যম মহেশপুর আদর্শ মা/বি,পুইয়াটা মা/বি, ঝালকাঠীর পঞ্চগ্রাম মা/বি, বেগম রাজিয়া বালিকা মা/বি, পিরোজপুরের পলাশডাঙ্গা মা/বি ও এস.ইন্দুরকানী এস এস আদর্শ বালিকা মা/বি,
ভোলা সদরের দক্ষিণ দিঘলদী মা/বি, পশ্চিম বাপতা আইডিয়াল মা/বি, দৌলতখানের জয়নাল আবেদীন ল্যাবঃ মা/বি, লালমোহনের দ্বীপশিখা মা/বি, আশরাফ নগর মা/বি, চরফ্যাশনের ওসমানগঞ্জ আইডিয়াল মা/বি, উত্তর আইচা মা/বি, চরকলমি মা/বি, মনপুরার মনপুরা বালিকা মা/বি, বরগুনা সদরের পুলিশ লাইন মা/বি, ছোট লবনগোলা হাজার বিঘা মা/বি, পূর্ব রয়ভোগ মা/বি, নাপিতখালী পঞ্চগ্রাম মা/বি, তালতালীর তালকদার পাড়া মা/বি, নয়া ভাইজোড়া বি এন এ মা/বি, পটুয়াখালী সদরের মধ্য চরমাইসাদি জনতা মা/বি, ধারন্দি কমলাপুর মা/বি, শারিকখালী মা/বি, গলাচিপার শুয়ারী মা/বি, চর কপালবেড়া আদর্শ মা/বি, বিপিসি মা/বি, রাঙ্গাবালীর চর মন্তজ এ সত্তার মা/বি।
জুনিয়র স্কুল (১৩) :
বরিশাল বিভাগে ১৩টি জুনিয়র স্কুল এমপিও ভূক্ত হয়েছে। এগুলো হচ্ছে পটুয়াখালীর দুমকির শ্রীজনী বিদ্যা নিকেতন, দশমিনার হাজিরহাট জুনিয়র স্কুল, কলাপাড়ার আলহাজ্ব আবু হানিফ খান জুনিয়র স্কুল, টিয়াখালী কে আই ইসলাম জুনিয়র স্কুল, হাজী আব্দুস সোবাহান সিকদার মডেল একাডেমী, ভোলা সদরের খালেদা খানম বালিকা বিদ্যালয়, বোরহানউদ্দিনের রানিগঞ্জ আদর্শ জুনিয়র স্কুল, লালমোহনের আব্দুল হান্নান হাওলাদার জুনিয়র স্কুল, হোসনেআরা বেগম পৌর জুনিয়র স্কুল, চরফ্যাশনের রসুলপুর আদর্শ স্কুল, বরিশালের মুলাদীর বাটামারা বিএস জুনিয়র স্কুল, বাবুগঞ্জের সৈয়দ মোশারেফা রাশিদা একাডেমি
ডিগ্রী কলেজ (১১টি) :
বরগুনার বামনা উপজেলা বেগম ফয়জুন্নেছা ডিগ্রী কলেজ, পাথরঘাটার পাথরঘাটা কলেজ, পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজ, আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রী কলেজ, দশমিনার আব্দুর রশিদ তালুকদার কলেজ, ভোলা সদরের বাংলা বাজার ফাতেমা খানম কলেজ, বরিশালের উজিরপুরের গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজ, বাকেরগঞ্জের হেলালউদ্দিন আহমেদ কলেজ, ঝালকাঠীর নলছিটির দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজ, পিরোজপুরের নেছারাবাদের ফজিলা রহমান মহিলা কলেজ, ভান্ডারিয়ার আমানউল্লাহ কলেজ।
স্কুল এন্ড কলেজ (৬টি) :
বরগুনার আমতলীর উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজ, বাউফলের কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজ, ঝালকাঠী সদরের সৈয়দা জমিলা খাতুন বালিকা স্কুল এন্ড কলেজ, পিরোজপুর সদরের জিন্নাত আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ,নাজিরপুরের গাওখালী স্কুল এন্ড কলেজ, মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজ,
কলেজ (১৫টি) :
বরগুনার বেতাগীর কাউনিয়া কলেজ, পটুয়াখালীর গলাচিপার বকুল বাড়িয়া ইউনিয়ন কলেজ, রাঙ্গাবালীর হালিমা খাতুন মহিলা কলেজ, ভোলার দৌলতখানের আলী আশরাফ মহাবিদ্যালয়, দৌলতখান মহিলা কলেজ, তজুমদ্দিনের শম্ভুপুর শাহ আলম মডেল কলেজ, চরফ্যাশনের নালিমা জ্যাকব মহিলা কলেজ, প্রিন্সিপ্যাল নজরুল ইসলাম কলেজ, বেগম রহিমা ইসলাম মহিলা কলেজ, বরিশালের গৌরনদীর বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ, বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন ইসলামিয়া কলেজ, বাবুগঞ্জের বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, মেহেন্দিগঞ্জের ভাষাণচর বিদ্যানন্দপুর কলেজ, ঝালকাঠী সদরের আকলিমা মোজাম্মেল হোসেন কলেজ, পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী কলেজ।