১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
বানারীপাড়ায় আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন, দুর্নীতিবাজ, লুটেরা ও হাইব্রিডদের ঠাঁই আওয়ামী লীগে হবেনা। দুর্দিনের পরিক্ষীত, ত্যাগী, সৎ ও আদর্শবান নেতা কর্মীদের সমন্বয়ে সর্বস্তরের কমিটি গঠন করা হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ইউসুফ আলী ও অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তরুনেন্দ্র নারায়ণ ঘোষ,সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক আশরাফুল হাসান সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, পৌর আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলাম, উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হুমায়ুন কবির লুলু,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী,সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুশীল মাষ্টার,সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ফারুকুজ্জামান,ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলাম,সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,সহ-প্রচার সম্পাদক ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা,বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ,সাবেক ইউপি চেয়ারম্যান মামুন-উর রশিদ স্বপন ও আবুল কালাম আজাদ,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাপদক ও বানারী পাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
বক্তারা উপজেলা,পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে কোন অবস্থাতেই যেন দুর্নীতিবাজ, সুবিধাবাদী, লুটেরা,হাইব্রিড ও অনুপ্রবেশকারীরা দলে ঠাঁই না পায় সে ব্যপারে সর্তক থেকে দুঃসময়ের পরিক্ষীত,ত্যাগী,সৎ ও মুজিব অন্তঃপ্রাণ নেতা-কর্মীদের নেতৃত্বে কমিটি গঠনের জোড়ালো দাবী জানিয়েছেন।