০৬ অক্টোবর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রবিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
জীবনের আগে জীবিকা নয়,সড়ক দুর্ঘটনা আর নয়।” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ পুলিশের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের এক বর্ণাঢ্য র্যালি রেঞ্জ পুলিশের কার্যালয় হতে শুরু হয়ে নগরীর টাউন হল গোলচক্করে এসে শেষ হয়।
ময়মনসিংহ টাউন হল গোলচক্করে সংক্ষিপ্ত বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ডঃ মোঃ আক্কাস উদ্দিন ভূঁইয়া সড়ক দুর্ঘটনা রোধে গাড়ি চালকদের সঠিক প্রশিক্ষণ, অসম প্রতিযোগিতা রোধ, মাদক বর্জন, ড্রাইভিং অবস্থা মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি পথচারী তথা জনগণকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সড়কে শৃঙ্খলা বিষয়ক জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনা রোধে গণমাধ্যমকর্মীগনকে সড়কে শৃঙ্খলা বিষয়ক প্রচার প্রচারণা ও জনসচেতনতামূলক সংবাদ বেশি বেশি পরিবেশনের আহ্বান জানান। ময়মনসিংহের পুলিশ সুপার শাহ মোঃ আবিদ হোসেন বিপিএম বার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ব্যতিক্রমধর্মী প্রস্তাবনা কথা বলেন। তিনি বলেন এখন থেকে প্রতিদিন পুলিশ অফিসার গন ময়মনসিংহ জেলার প্রতিটি স্কুল কলেজ ও মাদ্রাসায় চলমান শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সড়কের শৃঙ্খলা, নিয়ম কানুন ও ট্রাফিক আইন বিষয়ক শিক্ষা প্রদান করবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি (পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত)মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী, ময়মনসিংহের ডিবি ওসি শাহ মো: কামাল আকন্দ পিপিএম, মহানগর ট্রাফিক পুলিশের পুলিশ ইন্সপেক্টর প্রশাসন কাজী আসাদুজ্জামান সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে কর্মরত পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।