১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তালতলীতে ১০টাকার চাল বিক্রির অভিযোগ
( জলিলুর রহমান স্টাফ রিপোর্টার )
তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজার সমিতির সভাপতি শফিকুলের গোডাউনে দশ টাকার চাল বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে আছে,দশ টাকার চাল ভিন্ন বস্তায় ৫০ কেজি করে বেশী দামে বাজারজাত করনের জন্য নুরজাহান নামের বস্তায় প্যাকেট করা হচ্ছে।চাল গুলো দুপুরে জব্দ করতে পারত কিন্তু প্রশাসনের অবহেলায় জব্দ করতে পারে নি।দুপুরে জেলেরা চাল না পেয়ে চলে যায় রাত ১০টার সময় চাল জব্দ করে স্থানিয়রা ।স্থানিয় জনগন এশিয়ান টেলিভিশনের তালতলী প্রতিনিধি মো.জলিলুর রহমান কে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি যায়।যাওয়ার পড়ে প্রশাসন কে জানায়।জানানোর পড়ে প্রশাসন এসে চাল পর্যবেক্ষণ করে সাংবাদিক কে কিছু না বলে চলে যায়।