২২ এপ্রিল ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
পটুয়াখালী প্রতিনিধি::
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিষপানে লিপি বেগম(২৫) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বড়বাইজদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে, দির্ঘ ১৪ বছর আগে বড়বাইজদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের বাসিন্দা সুলতান ফরাজির ছেলে ফিরোজের সাথে একই এলাকার বাসিন্দা কাঞ্চন খার মেয়ে লিপি বেগমের বিবাহ হয়। এই দম্পতির ১২ বছরের এক ছেলে ও ৬ বছরের এক মেয়ে রয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার মোর্শেদ জানান, লিপি নামে এক রোগী সন্ধ্যা ৬:৫০ মিনিটে মৃত্যু হয়। বিষপানে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো.মেজবাহুল প্রাথমিকভাবে ধারণা করেন। এব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ জানাযাবে