১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
বার্তা ডেস্ক:বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এফ.এম নূর-উর-রফী ডক্টরস হোস্টেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ রিফাতুল ইসলাম খান রন্টি নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ২ ঘণটাব্যাপী হাসপাতাল প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযানে তাকে আটক করা হয়। হোস্টেলের সামনের ব্লকের তৃতীয় তলার ৩০৩ নম্বর কক্ষ থেকে ৫২০ পিস ইয়াবা, ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, মদের বোতল, ছুরিসহ বেশ কিছু সিগারেটের প্যাকেট উদ্ধার করে পুলিশ।
রন্টি নগরের দক্ষিণ আলেকান্দার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার নামে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি তার স্ত্রী আসমা আক্তার রুবিনাকেও আড়াই হাজার পিস ইয়াবাসহ নগরীর গোরস্থান রোড এলাকা থেকে আটক করা হয়। মাদক মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন। ঘটনাস্থল থেকে কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) মো. রাসেল বলেন, আটক যুবকের কাছ থেকে ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হচ্ছে।