১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুই মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী বাবুল হাওলাদার (৪৫) কে গ্রেফতার করেছে থানাপুলিশ। আজ বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোস্তফার নেতৃত্বে এ এস আই কবির, এ এস আই পনির, এ এস আই ফেরদৌস, এ এস আই মনির গৌরীপুর থেকে তাকে গ্রেফতার করে।
থানাসুত্রে জানাগেছে সেশন ১৫৯/১৮ নং মাদক মামলায় ৭ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৩ মাস সশ্রম কারাদন্ড এবং সেশন ২৬১/১৭ মামলায় ৬ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৩ মাস সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। আসামী বাবুল গৌরীপুর এলাকার মফিজ উদ্দিন হাওলাদারের পুত্র। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান জানান আসামী বাবুল হাওলাদার দুটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল। গোপণ সংবাদের ভিত্তিতে তাকে আজ গ্রেফতার করা হয়েছে।