১৯ মার্চ ২০২৫, ১২:২৯ অপরাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
:: বরিশালের উজিরপুরে গৃহবধুকে ধর্ষনের ঘটনা ধামাচাপা দিতে সালিশির নামে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জল্লা ইউনিয়নের পিরেরপাড় গ্রামের ফোরফান মল্লিকের ছেলে লম্পট ইলিয়াস মল্লিক(৫০) পাশ্ববর্তী রামেরকাঠী গ্রামের এক গৃহবধুকে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় গৃহবধু ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে লম্পট দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনা ধামাচাপা দিতে ধর্ষকের পরিবার এলাকায় প্রভাবশালীদের কাছে ধর্না ধরে।