১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কা-পাশা এলাকার সুগন্ধা নদী থেকে বালু উত্তোলনের সময় এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট (এনডিসি) মো. বশির গাজী।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সুগন্ধা নদীর কা-পাশা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল বাকেরগঞ্জের কাজী বশিরের একটি ড্রেজার। ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।