১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
গোপালগঞ্জে মাদক ব্যবসায়ী কে.এম আব্দুল্লাহ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় আব্দুল্লাহকে সদর উপজেলার শান্তিবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার সাফায়াত হোসেনের ছেলে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সামনে শান্তিবাগ এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল সহ তাকে গ্রেফতার করি। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।