২২ এপ্রিল ২০২৫, ১১:০৫ অপরাহ্ন, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক :: ভোলা সদর উপজেলার ঘুইংগার হাট বাজারের উত্তর পাশের একটি পুকুরে জামাল (৪০) নামে এক মিষ্টি শ্রমিকের লাশ পাওয়া যায় ।
জানা যায়, লোকটি ঘুইংগার হাট বাজারে একটি মিষ্টির দোকানে কাজ করতেন। গত শনিবার দুপুরে দোকান থেকে বাসার উদ্দেশ্যে বের হয়ে যায়। নির্দিষ্ট সময়ের পরেও বাসায় না ফেরায়, বাড়ির লোকজন খোঁজাখুজি করেও লোকটির কোন সন্ধান পায়নি। আজ ভোর ৬ টার সময় স্থানিয়রা পুকুরের মধ্যে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ময়নাতদন্তের পরই জানা যাবে জামালের মৃত্যু রহস্য। এ নিয়ে আমরা কাজ করছি।