২০ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইন ডেস্ক : গর্ভাবস্থায় নিজের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সন্তান জন্মদানের পর বাচ্চার ছবিও ইন্টারনেটে প্রকাশ করে আলোচনায় এলেন তিনি।
সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, নবজাতককে নিয়ে হাসপাতালে থাকাবস্থায়ই ভক্তদের জন্য ছবি শেয়ার করেছেন অ্যামি।
ছবিতে দেখা যাচ্ছে, সন্তানকে স্তন্যপান করাচ্ছেন তিনি। এসময়ে বন্ধু জর্জকে অ্যামির কপালে চুম্বনরত অবস্থায় দেখা যায়।
সন্তান জন্মের পর্ব শেষ হওয়ায় এবার জর্জের সঙ্গে সংসার পাতবেন বলেও জানান অ্যামি। যদিও এ বছরই তাদের বিয়ের কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। গুঞ্জন রয়েছে, আগামী বছর জর্জের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই অভিনেত্রী।