২২ নভেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শনিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আয়েশা বেগম(৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিক তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত গৃহবধু উপজেলার শিকারমঙ্গল এলাকার চরফতেবাহাদুর গ্রামের মিলন চৌধুরীর স্ত্রী।
পুলিশ সুত্রে জানাগেছে, গৃহবধু আয়েশা বেগম একটি অটোরিকশা যোগে তার ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে পৌর এলাকার নয়াকান্দি গ্রামের কুলুর ব্রিজের কাছে পৌছলে বিপরীতমুখি আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে আয়েশা বেগম ও চালক খবির সরদার গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। এসময় চিকিৎসারত অবস্থায় আয়েশা বেগম মারা যায়। অন্যদিকে অটোরিকশা চালক খবির সরদারকে (৫০) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।