২১ নভেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
জলিলুর রহমান স্টাফ রিপোর্টার :বরগুনার তালতলীতে দক্ষিন সওদাগরপাড়ায় ইসালে সওয়াব মাহফিল আগামী ১ জানুয়ারী রোজ বুধবার অনুষ্ঠিত হবে।বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ্ব আব্দুল হক (ডিলার) সাহেব এর ২য় ইন্তেকাল বাষির্কী উপলক্ষে ইসালে সওয়াব ও সওদাগরপাড়া গ্রামের মূর্দেগানের রুহের মাগফেরাত কামনা করে এই মাহফিলের আয়োজন করা হয়েছে।
পারিবারিক উদ্দোগে দক্ষিন সওদাগরপাড়া জান্নাতুল বাকী জামে মসজিদ মাঠে আছর থেকে মধ্যরাত পযর্ন্ত আয়োজিত বিশিষ্ট ব্যবসায়ী মো.জাহাঙ্গীর হোসাইন (ডিলার) এর সভাপতিত্বে ইসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্তিত থাকবেন জনাব হযরত মাও: মো.মহিউদ্দিন সাহেব (ইসলামপুর হুজর) তালিম তরিকত সম্পাদক পটুয়াখালী জেলা শাখা। বিশেষ অতিথি থাকবেন মাও:মো.সাইদুর রহমান,সাধারন সম্পাদক বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, তালতলী উপজেলা শাখা এবং আরো বিশেষ অতিথি থাকবেন হযরত মাও:কারামত আলী সাহেব ।এছাড়া মাহফিলে বক্তব্য রাখেন
উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও:মো.আব্দুর সত্তর এবং মাহফিলের স্টেজ পরিচালনা করবেন জনাব হা:মো.আবু সালেহ,সভাপতি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ তালতলী উপজেলা শাখা।এবং কানায় কানায় পরিপূর্ণ হবে মাহফিল ময়দান এমনটা আসা করছেন এন্তেজামিয়া কমিটি। গভীর রাতে মাহফিলে আগত হাজারো মানুষের শান্তি কামনা করে মোনাজাত করা হবে এছাড়াও মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার উদাত্ত আহ্বান জানানো হবে।এবং সাংবাদিক মো.মিজানুর রহমান নাদিম এর দাদুর জন্য বিশেষ করে দোয়া করা হবে।আমতলী রিপোর্টস ইউনিটির বার্ষিক সাধারন সভায় শোক প্রস্তাব পাঠ করেন রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক জনাব হায়াতুজ্জামান মিরাজ।
এই মাহফিলে উপস্থিত থাকার আমন্ত্রন জানিয়েছেন অত্র মসজিদের ইমাম সাহেব মো.শাহাদাত হোসেন মাতুব্বর,মো.আব্দুল বারেক,মো.কুদ্দুস, সাইদুল শামীম ,শাহীন প্রমুখ।
উল্লেখ্য মিলাদ ও দোয়া শেষে মাহফিলের আগত মেহমানদের মাঝে তবারক বিতারন করা হবে।