১২ মে ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন, ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি, রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দুর্ঘটনায় উল্টে গেল গাড়ি, উদ্ধার ১০ কোটি টাকা! ঘোড়াঘাটে ৮০পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গৃহবধূ গ্রেপ্তার দামুড়হুদার বজ্রপাতে নিহত বাড়িতে উপজেলা প্রশাসনের সমবেদনা ও আর্থিক সাহায্য প্রদান দামুড়হদার নবনির্বাচিত চেয়ারম্যানকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় ফিরে আসছে তাপপ্রবাহ, যেদিন থেকে শুরু বরিশাল বিএমপি বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশাল নগরীতে চার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন দামুড়হুদা ও দর্শনায় বজ্রপা‌তে মৃত্যু ২,আহত ১ ঘোড়াঘাট উপজেলা পৌনে দুই কোটি টাকার সরকারী চাল ও বস্তা গুদাম কর্মকর্তার পেটে, ব্যবস্থা নিতে দুদকের দ্বারস্থ পুলিশ নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গায়ক পিয়ালসহ নিহত ২
বিরামপুরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

বিরামপুরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের বিরামপুর কলেজ বাজার ও নতুন বাজারে ঘুরে দেখা যায় দাম বেড়েছে দেশি পেঁয়াজের। গত এক সপ্তাহের ব্যবধানে এই বাজারে নিত্যপ্রয়োজনীয় এ খাদ্য পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ টাকা। ফলে প্রকার ভেদে ৩৬ টাকার পেঁয়াজ এখন খুচরা বাজারে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২রা মে) সন্ধ্যায় বিরামপুর পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, পবিত্র মাহে রমজানেও যে পেঁয়াজের দাম ছিলো ৩২ থেকে ৩৫ টাকা কেজি। বর্তমান তা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৪৮ টাকা কেজি দরে। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। তবে ভারত থেকে পেঁয়াজের আমদানি শুরু হলে আবারও কমে যাবে এই পণ্যটির দাম, এমনটি বলছেন ব্যবসায়ীরা।

এদিকে দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতা ও সাধারণ খুচরা ব্যাবসায়ীরা।

পেঁয়াজ কিনতে আসা হেলাল হোসেন বলেন, গত এক সপ্তাহ আগেও বাজার থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজিতে কিনতে হলো। এভাবে দাম বাড়লে আমরা চলবো কি কিভাবে?

কলেজ বাজারে সবজি ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, পেঁয়াজের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। ৩৪ টাকার পেঁয়াজ এখন পাইকারি কিনতে হচ্ছে প্রতিকেজি ৪৮ টাকা কেজি দরে। খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ৫০ টাকা দরে।

বিরামপুর বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন , ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। যদি পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে দাম কমে যাবে। আমরা পেঁয়াজ পাবনা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে আমদানি করছি। আশা করছি অল্প দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে তখন দামও কমে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019