২৮ এপ্রিল ২০২৪, ১০:১০ অপরাহ্ন, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশালে অটোচালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাই,, দম্পতিসহ আটক–৪ চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে চলেছে শিক্ষার্থীদের ক্লাস, তবে টিনের ঝুপড়িতে গজিয়ে ওঠা দর্শনার কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা পড়েছে বিপকে মহান মে দিবস- ২০২৪ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৪ উদযাপন চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বানারীপাড়ায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী নীলফামারীর ডিমলায় বৃষ্টির জন্য নামাজ আদায় UNDP এবং টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পর্যটনের উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
বিরামপুরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

বিরামপুরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের বিরামপুর কলেজ বাজার ও নতুন বাজারে ঘুরে দেখা যায় দাম বেড়েছে দেশি পেঁয়াজের। গত এক সপ্তাহের ব্যবধানে এই বাজারে নিত্যপ্রয়োজনীয় এ খাদ্য পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ টাকা। ফলে প্রকার ভেদে ৩৬ টাকার পেঁয়াজ এখন খুচরা বাজারে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২রা মে) সন্ধ্যায় বিরামপুর পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, পবিত্র মাহে রমজানেও যে পেঁয়াজের দাম ছিলো ৩২ থেকে ৩৫ টাকা কেজি। বর্তমান তা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৪৮ টাকা কেজি দরে। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। তবে ভারত থেকে পেঁয়াজের আমদানি শুরু হলে আবারও কমে যাবে এই পণ্যটির দাম, এমনটি বলছেন ব্যবসায়ীরা।

এদিকে দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতা ও সাধারণ খুচরা ব্যাবসায়ীরা।

পেঁয়াজ কিনতে আসা হেলাল হোসেন বলেন, গত এক সপ্তাহ আগেও বাজার থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজিতে কিনতে হলো। এভাবে দাম বাড়লে আমরা চলবো কি কিভাবে?

কলেজ বাজারে সবজি ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, পেঁয়াজের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। ৩৪ টাকার পেঁয়াজ এখন পাইকারি কিনতে হচ্ছে প্রতিকেজি ৪৮ টাকা কেজি দরে। খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ৫০ টাকা দরে।

বিরামপুর বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন , ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। যদি পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে দাম কমে যাবে। আমরা পেঁয়াজ পাবনা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে আমদানি করছি। আশা করছি অল্প দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে তখন দামও কমে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019