১২ মে ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন, ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি, রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঘোড়াঘাটে ৮০পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গৃহবধূ গ্রেপ্তার দামুড়হুদার বজ্রপাতে নিহত বাড়িতে উপজেলা প্রশাসনের সমবেদনা ও আর্থিক সাহায্য প্রদান দামুড়হদার নবনির্বাচিত চেয়ারম্যানকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় ফিরে আসছে তাপপ্রবাহ, যেদিন থেকে শুরু বরিশাল বিএমপি বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরিশাল নগরীতে চার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন দামুড়হুদা ও দর্শনায় বজ্রপা‌তে মৃত্যু ২,আহত ১ ঘোড়াঘাট উপজেলা পৌনে দুই কোটি টাকার সরকারী চাল ও বস্তা গুদাম কর্মকর্তার পেটে, ব্যবস্থা নিতে দুদকের দ্বারস্থ পুলিশ নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গায়ক পিয়ালসহ নিহত ২ সব সরকারি হাসপাতালে অবৈধ ক্যান্টিন ও ফার্মেসি বন্ধের নির্দেশ
হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ দেখবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক
কয়েক বছর আগেই যেকোনো মেসেজ ডিলিটের ফিচার চালু হয়েছে হোয়াটসঅ্যাপে। ফিচারটি বেশ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে যদি কোনো ব্যক্তি ভুল করে কাউকে কোনো মেসেজ পাঠিয়ে দেন তাহলে তা ডিলিট করা সম্ভব। বর্তমান সময়ে এ ফিচার অত্যন্ত কার্যকরী।

তবে যে কোনো মেসেজ ডিলিট করার পরও অনেকের হয়তো জানতে ইচ্ছা করে ডিলিট হওয়া মেসেজে কী লেখা ছিল। ফলে সবার জানতে ইচ্ছে করে ওই মেসেজে কী রয়েছে। এ প্রতিবেদনে পাঠকরা বিস্তারিতভাবে জানতে পারবেন কীভাবে আপনি কোনো ডিলিট হওয়া মেসেজ দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট করে কোনো ইনবিল্ড ফিচার নেই যার মাধ্যমে কোনো ডিলিটেড মেসেজ দেখা সম্ভব। কিন্তু তারপরও দেখা সম্ভব। কীভাবে? জানুন এ প্রতিবেদনে।

এ জন্য প্রয়োজন একটি থার্ড পার্টি অ্যাপ। তার মাধ্যমে পুরো কাজটি করতে পারবেন খুব। এ জন্য বিশেষ একটি অ্যাপের সাহায্য নিতে হবে। এগুলো মূলত একটি নোটিফিকেশন ট্রাকিং অ্যাপ। এ অ্যাপগুলোর মাধ্যমে যে কোনো নোটিফিকেশন ট্রাক করতে পারবেন। এর মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ হলো হোয়াটসরিমুভড প্লাস (WhatsRemoved+)

অন্য অ্যাপের মতোই এ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু অ্যাপ স্টোরে এ অ্যাপটি পাওয়া যাবে না। অ্যাপটির সাইজ ৪ দশমিক ৯০ এমবির কাছাকাছি। তবে আপডেট করার পর অ্যাপটির সাইজ বেশ কিছুটা বাড়বে। কারণ সেক্ষেত্রে এ অ্যাপটি বিভিন্ন ধরনের নোটিফিকেশন ট্র্যাক করবে।

হোয়াটসরিমুভড প্লাস অ্যাপ কাজ করবে কীভাবে?

এ নোটিফিকেশন ট্রাকিং অ্যাপটি যার নাম হোয়াটসরিমুভড মোবাইলে ইনস্টল করতে পারবেন। এরপর নিজে থেকেই এ অ্যাপটি অন্য বিভিন্ন অ্যাপের নোটিফিকেশন ট্র্যাক করে। অর্থাৎ যখনই অন্য কোনো অ্যাপে নোটিফিকেশন ঢোকে সঙ্গে সঙ্গে ওই অ্যাপটি ফোনের যাবতীয় সেই নোটিফিকেশন ট্র্যাকিং করে। এবং সেটি সঙ্গে সঙ্গে নিজের ডেটাবেসে নিয়ে নেয়।

ঠিক একইভাবে কাজ করে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। ফলে একইভাবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও যখনই কেউ কোনো মেসেজ পাঠাবে তা সঙ্গে সঙ্গে নিজের ডেটাবেসে নিয়ে নেবে ওই অ্যাপটি। এরপর কেউ ওই মেসেজ ডিলিট করে দিলেও হোয়াটসরিমুভড প্লাস অ্যাপ থেকে ডিলিট করতে পারবে না। ফলে সেটি যখন হোক দেখা সম্ভব।

সূত্র: এই সময়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019