২০ মে ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন, ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি, সোমবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিএনপি নেতার গেটে সাইনবোর্ড ‘ভোট চাহিয়া লজ্জা দেবেন না প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পুলিশ সদস্য আটক ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে: প্রধানমন্ত্রী ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রেসিডেন্ট রাইসির লাশ উদ্ধার বানারীপাড়ায় শিক্ষাই শক্তি সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সুন্দরগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ভাটা বন্ধের নির্দেশ নির্বাচন এলে ধর্মের দোহাই দিয়ে ধুমকেতুর মতো যাদের আগমন ঘটে তাদের সর্বত্র বর্জন করুন অভিনেত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সুন্দরগঞ্জে বাধার মুখে মডেল মসজিদের নির্মাণ কাজ
বাবুগঞ্জে ফসলি জমরি মাটি কাটায় ভেকু জব্দ

বাবুগঞ্জে ফসলি জমরি মাটি কাটায় ভেকু জব্দ

Exif_JPEG_420

বাবুগঞ্জ প্রতিনিধি॥ উপজেলা প্রশাসনের কঠোরতা উপেক্ষা করেই উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। ইতিমধ্যে মাটি কাটার অপরাধে প্রশাসনের মোবাইল কোর্টে জেল ও মোটা অংকের জরিমানা করা হলেও থামছে না অবৈধভাবে মাটি কাটা।

রোববার বিকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি এলাকায় অভিযান চালিয়ে ফসলি জমরি মাটি কাটায় একটি ভেকু জব্দ করেছে উপজেলা প্রশাসন । এসময় একজনকে আটক করা হয়েছে বলে জানাগেছে। জব্দকৃত ভেকুটি স্থানীয় ইউপি সদস্য জিয়াদুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।
এর আগে শানিবার উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি এলাকায় ঘুরে দেখো গেছে,দীর্ঘদিন যাবৎ ওই এলাকার একর একর ফসলি জমি ভেকু দিয়ে কেটে স্থানীয় ইটভাটায় বিক্রি করছে। ফলে ফসলি জমি পরিনরত হচ্ছে ডোবায়। ৫/৬টি মাহিন্দ্রা ট্রাক দিয়ে ইউনিয়ন পরিষদের জনগনের চলাচলের রাস্তা ব্যবহার করে ইট ভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে। ফলে কয়েক কিলোমিটার রাস্তায় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। স্থানীয়রা প্রভাবশালী ভাটা ব্যবসায়ী ও ভেকু সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পরেছে। অনেকেই বাধ্য হয়ে নিজের জমির মাটি বিক্রি করে দিচ্ছে। ফলে জমির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে ভূমি মালিকরা।
খোঁজ নিয়ে জানাযায়, মানিককাঠি এলাকার বাসিন্দা খাদেম হাওলাদারের ছেলে সংঘবদ্ধ চক্রের সদস্য কবির হাওলাদার স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীদের ম্যানেজ করে অবৈধভাবে ভেকুদিয়ে মাটি কাটা ব্যবসায় পরিচালনা করে আসছে।
অভিযুক্ত কবির বলেন, ভেকু দিয়ে আমরা মাছ চাষের জন্য ঘের তৈরি করছি। ঘেরের মাটি ইট ভাটায় দেওয়া হচ্ছে। আমাদের এলাকার রাস্তা আমরা নষ্ট করছি আবার আমরাই মেরামত করবো।
স্থানীয় ইউপি সদস্য জিয়াদুল ইসলাম বলেন, আমরা বারবার বলা সত্ত্বেও ভেকু দিয়ে গ্রামের ফসলি জমি কাটা বন্ধ করতে পারিনি। মাটি পরিবহনের কারনে জনসাধারনের চলাচলের রাস্তা নষ্ট হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, এবছর অবৈধভাবে মাটি কাটার অপরাধে বেশ কয়েকজনকে জেল ও অর্থদন্ড দেয়া হয়েছে। মানিককাঠি ভেকু দিয়ে ফসলি জমি কাটার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019