০২ মে ২০২৪, ১১:৪২ অপরাহ্ন, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
দামুড়হুদায় কনের বাড়িতে ভ্রাম্যমান আদালত, খাবার পেল এতিমখানা গৌরনদীর ধানডোবা গ্রামে স্ত্রীর অধিকার পেতে তিন মাসের আন্তঃসত্ত্বা নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ ও নেক্সট টুর অপারেটর এর মধ্যে আলোচনা ও মতবিনিময় স্মার্ট বাবুগঞ্জ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী স্বপনের গনসংযোগ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে : এসএম জাকির হোসেন কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন ঝালকাঠিতে আর ডি এফ’র কিশোরী কর্মী সহ দুই কিশোরীর বাল্য বিয়ে পন্ড ও আর্থিক জরিমানা দামুড়হুদায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় নির্বাচনী ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে ২জন সহ প্রার্থী হয়েছে ১৩ জন বাকেরগঞ্জের দাড়িয়ালে সড়ক নির্মানে দূর্নীতি ও অনিয়ম
দুই বছর পর বেতন পেলেন শিবগঞ্জ পৌরসভার কর্মচারীরা।

দুই বছর পর বেতন পেলেন শিবগঞ্জ পৌরসভার কর্মচারীরা।

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় টানা ২৪ মাস (দু’বছর) পর বেতন, বৈশাখী ও ঈদ বোনাস পেয়েছেন শিবগঞ্জ পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। এর আগে চলতি বছরের মার্চ মাসের বেতন ও ঈদ-ঊল-ফিতর উপলক্ষে বোনাস প্রদানের চেকে স্বাক্ষর করেন তিনি।

এদিকে দীর্ঘ ২৪ মাস পর বেতন পেয়ে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন অফিস সহায়ক রাজু আহমেদ। তিনি বেতন ও বোনাস পেয়ে মেয়রকে ধন্যবাদ জানান।

স্বাস্থ্য সহকারী সাহানারা খাতুন বলেন, দীর্ঘ দুই বছর আমরা কোন ধরনের বেতন ও বোনাস না পেয়ে মানবেতর দিন পার করছিলাম। আমাদের এমন কষ্ট দেখে নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম দায়িত্ব নেয়ার পরেই সকল কর্মকর্তা ও কর্মচারীর বেতন ও বোনাসের ব্যবস্থা করেন।

মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, গেল ২৪ মাস ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বেতন বোনাস না পেয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা প্রদানে নির্বাচনী ইস্তেহারে উল্লেখ ছিল। সেই মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বেতন-বোনাস প্রদানের উদ্যোগ নেয়া হয়।

তিনি আরও বলেন, প্রায় ১৫ কোটি টাকা দেনা মাথায় নিয়ে ২৫ বছরের পিছিয়ে পড়া পৌরসভাকে প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে সংযুক্ত করতে চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019