০৭ মে ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন, ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিয়ের দাবিতে অনশন নাটক, ৫ লাখ টাকায় রফাদফা বরিশালের সাবেক মেয়র কামালের স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে মামলা বরিশালে সর্বজনীন পেনশন মেলা চুয়াডাঙ্গায় আদালতে মায়ের জবানে নিজ শিশু সন্তানকে হত্যার দোষ স্বীকার ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পে “ দর্শনার মাদিনাতুল উলুম মাদ্রাসায় অভিভাবক সম্মেলন,নাজেরা ও হিফ্জুল কুরআান বিভাগের ক্লাস উদ্বোধন বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর আশঙ্কা বরগুনায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা আশ্রয়ণের ৮০ ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান
তালতলীতে বকেয়া বেতন ভাতার দাবিতে গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচি। আজকের ক্রাইম-নিউজ

তালতলীতে বকেয়া বেতন ভাতার দাবিতে গ্রাম পুলিশের অবস্থান কর্মসূচি। আজকের ক্রাইম-নিউজ

(জলিল আহমেদ স্টাফ রিপোর্টার)

বরগুনার তালতলী উপজেলায় বকেয়া বেতন-ভাতার দাবিতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাম পুলিশ সদস্যরা।
উপজেলার ৭০ জন গ্রাম পুলিশ সদস্যরা প্রায় ২৩ মাস ধরে ইউনিয়ন পরিষদের (ইউপি) অংশের বেতন ভাতা পাচ্ছে না। যা তাদের বেতন এর অর্ধেক।
নিয়মিত কাজ করেও বেতন-ভাতা না পেয়ে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে স্বপরিবারে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা।

সোমবার (২ মার্চ) সকাল দশটা থেকে ১২ টা প্রযন্ত তালতলী উপজেলা নিবার্হী অফিসার আসাদুজ্জামান মিয়ার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা।

জানা যায়, উপজেলায় ৭ টি ইউনিয়নে মোট ৭০ জন গ্রাম পুলিশ সদস্য এদের মধ্যে সাতজন দফাদার ও ৬৩ জন মহল্লাদার।
সরকারি নির্দেশ অনুযায়ী দফাদারা প্রতি মাসে ৭০০০ টাকা ও মহলাদাররা ৬৫০০ টাকা করে বেতন পেয়ে থাকেন।
মোট বেতনের অর্ধেক ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে দেওয়া হয়।
কিন্তু দীর্ঘ ২৩ মাস ধরে ইউপি অংশের বেতন-ভাতা পাচ্ছেন না তারা।
এছাড়াও গ্রাম পুলিশদের প্রতি মাসে ১ হাজার দুইশত টাকা হাজিরা ভাতা দেওয়ার কথা থাকলেও ২৩ মাস ধরে তারা পাচ্ছেন না হাজিরা ভাতা।

উপজেলার গ্রাম পুলিশ সভাপতি গাজী মো. চান মিয়া জানান, দীর্ঘ ২৩ মাস ধরে বেতন ভাতা পাচ্ছিনা, মহামারী করোনাভাইরাস এর মধ্যে দিনরাত নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি।
বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন গ্রাম পুলিশ সদস্যরা।
তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করার পরে উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা চেয়ারম্যান ১০ দিনের সময় চেয়েছেন ১০ দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহি অফিসার মো. আসাদুজ্জামান জানান, শীঘ্রই তাদের বকেয়া বেতন-ভাতা দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019