০৪ মে ২০২৪, ১০:১২ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে সুজনকে পিটিয়ে হত্যা, বাবা ও ভাই গ্রেপ্তার ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০ বরিশাল সিটিতে ৫ বছর পর সরকারি বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন সিলেটে আগাম বন্যার আশঙ্কায়!! হাওরজুড়ে কৃষকের ব্যস্ততা চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি ও দর্শনা সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক এমএ গফুর ইন্তেকাল দর্শনায় পৌর উদ্যোগে সড়কে পানি ছিটানো উদ্যোগ তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি’র আহ্বায়ক রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টির দল থেকে পদত্যাগ
মহেশপুর সীমান্ত থেকে বিজিবি’র হাতে ৮ বাংলাদেশী নাগরিক আটক। আজকের ক্রাইম-নিউজ

মহেশপুর সীমান্ত থেকে বিজিবি’র হাতে ৮ বাংলাদেশী নাগরিক আটক। আজকের ক্রাইম-নিউজ

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের হাতে ৮ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। এ সময় তাদেরকে ভারতে প্রবেশে সহায়তা করার অপরাধে এক দালাল ও বিজিবি’র হাতে আটক হয়। সোমবার (২২শে ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত লড়াইঘাট ও যাদবপুর বিওপি’র টহল দল।

বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত লড়াইঘাট বিওপি’র টহল দল সোমবার রাত ৯টার সময় সীমান্ত পিলার ৬০/১২৩-আর হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের ছাত্তার মোড় এলাকার পাকা রাস্তার উপর হতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে নারী-পুরুষ ও শিশুসহ ৫জন বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতরা হলো যশোরের শার্শা থানাধীন ছোটআচড়া গ্রামের আব্দুল হানিফের ছেলে মোঃ নাদিম আহম্মেদ (২৩), বাগেরহাটের নাগেরহাট থানাধীন কাতৃকদি গ্রামের আ. হাকিমের স্ত্রী হাছিনা বেগম (৬০), শরনখোলা থানাধীন মঠেরপাড় গ্রামের জলিল শিকদারের স্ত্রী কারিনা বেগম (২২) এবং মোঃ আনোয়ার খলিফার ছেলে মোঃ শাহজালাল (২০)।

এছাড়া একই তারিখ রাত আনুমানিক ১১টার সময় যাদবপুর বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৪৯/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মাঠের মধ্য হতে ভারতে গমনের চেষ্টাকালে ৩জন বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জ থানাধীন গজালিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোঃ মিন্টু খা (৪৮), খুলনার তেরখাদা থানাধীন ইন্দুহাটি গ্রামের সাত্তার মোল্লার কন্যা রিনা বেগম (২৫) এবং কয়রা থানাধীন বানিয়া গ্রামের শামছুর ছানার কন্যা নাজমা খাতুন (৩০)। এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক মোঃ আল মামুনকে ১টি আলমসাধুসহ (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) আটক করা হয়। আটককৃত মামুন ঝিনাইদহের মহেশপুর থানাধীন যাদবপুর গ্রামের মোঃ জামারুলের ছেলে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা এবং আটককৃত দালালকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারাপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019