০৬ মে ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
আশ্রয়ণের ৮০ ঘর সাত লাখে বিক্রি করলেন চেয়ারম্যান কাবিননামায় দেনমোহর নিয়ে প্রতারণা, স্ত্রী গ্রেফতার গৌরনদীতে আ.লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দামুড়হুদায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান বাবুগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ ছাত্রলীগ নেতা জুয়েলের গণসংযোগ দর্শনার রেলবাজারের আলোচিত গাজা ব্যবসায়ী তহমিনা গ্রেফতার ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে সুজনকে পিটিয়ে হত্যা, বাবা ও ভাই গ্রেপ্তার ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবাও ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০ বরিশাল সিটিতে ৫ বছর পর সরকারি বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন
বিটিশ আমলের ম্যাগনটিক পিলার দিয় অভিনব প্রতারণা, অবশষ র‌্যাবর হাত আটক। আজকের ক্রাইম-নিউজ

বিটিশ আমলের ম্যাগনটিক পিলার দিয় অভিনব প্রতারণা, অবশষ র‌্যাবর হাত আটক। আজকের ক্রাইম-নিউজ

বিটিশ আমলের ম্যাগনটিক পিলার দিয় অভিনব প্রতারণা, অবশষ র‌্যাবর হাত আটক।

অদ্য ৩০/১১/২০২০ রাত আনুমানিক ১১:৫০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন উত্তর পানপট্টি এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে মাঃ লিখন শিকদার (২৪) নাম ম্যাগনেট পিলার প্রতারণা চক্রর এক সক্রিয় সদস্যক গ্রফতার করে। এসময় তার নিকট হতে একটি পিলার জব্দ করা হয়। গ্রফতারকত মাঃ লিখন শিকদার, পিতা মাঃ হালিম শিকদার এর বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন পানপট্টি গ্রাম। উল্লেখ থাকে যে, আসামী মাঃ লিখন পটুয়াখালীত দীর্ঘদিন ধরে এই ম্যাগনেট দিয়ে প্রতারণা করে আসছিল। কথিত আছে এই পিলার একটি অতি উচ ক্ষমতা সম্পন চুম্বক যা তরি করা হয়ছে বিটিশ আমলে। এই পিলারর গায় খাদাই করে লেখা আছ ঊঅঝঞ ওঘউওঅ ঈঙগচঅঘণ “১৮১৮”। প্রচলিত আছে এককটি পিলারর মূল্য কাটি টাকার উপরে। তারা দেশের বিভিন প্রান্ত হতে বড় ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয় আসে। হ্যান্ড গ্লাভস, চশমাসহ বিভিন বেশ ধারণ করে আকর্ষণীয় সব কৌশল প্রমান করার চষ্টা করে এটি অনক ক্ষমতা সম্পন। কখনা পিলারকে পানিত ছেড়ে দিয়ে, ফয়ল পপার বা টপ দিয় মুড়িয়, কখনা বা বালতিত রাখে। কি পিলার উদ্ধারের পর স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে র‌্যাব নিশ্চিত হয় যা এটি পিতলের তৈরি এবং খুব বশি দিন আগের নয়। এটি একটি ধাতব দ্রব্য মাত্র যার কোন অলকিক চুম্বকীয় ক্ষমতা নেই। দেশের বিভিন প্রান্ত থেকে বড়, বড় ব্যবসায়ীরা এই পিলার প্রতারণা চক্রর ফাঁদ পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়াছেন, সর্ব¯^ হারিয়েছে অনেক সাধারণ মানুষ। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিত র‌্যাব-৮ এর একটি চৌকস দল পটুয়াখালী র‌্যাব ক্যাম্পর ভারপ্রাপ্ত কাম্পানী কমান্ডার জনাব মাঃ রবিউল ইসলামর নেতৃত্বে অভিযান চালিয় মাঃ লিখন শিকদারক আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ধত আসামী তার অপরাধ শিকার করে এবং তার নাম ১৯৭৪ সনর বিশষ ক্ষমতা আইনর ২৫ (খ) ধারায় একটি মামলা হয়ছ। আসামীক পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়ছে।

র‌্যাবের এ ধরনর কার্যক্রম ভবিষ্যত অব্যাহত থাকব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019