০৭ অক্টোবর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন, ১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি:মা ইলিশ সংরক্ষণ অভিযানের তৃতীয় দিনে ঝালকাঠিতে ৬ জেলে আটক এবং ৯ লাখ টাকার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
সোমবার সকালে জেলার রাজাপুর উপজেলায়
নিষিদ্ধকালীন সময় আইন না মেনে মা ইলিশ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে ৩ জন জেলের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।আটককৃত জেলেরা হলো বাকেরগঞ্জ থানার রুপার জোড় গ্রামের মহারাজ সিকদারের ছেলে মোঃ মাহফুজ সিকদার,একই গ্রামের চান মিয়ার ছেলে শাহীন আকন ও রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ মারুফ হোসেন।
এছাড়া কাঠালিয়া উপজেলায় তিন জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
আটককৃত জেলেরা হলো বেতাগী থানার ঝোপথালী গ্রামের আলম মৃধার ছেলে আরিফ মৃধা একই এলাকার বাদল মৃধার ছেলে সুজন মৃধা , জয়নাল মৃধার ছেলে মিরন মৃধা ।
এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন মা ইলিশ সংরক্ষণ অভিযানের তৃতীয় দিনে ৬ জেলে আটক ও ৯ লাখ টাকার জাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান আমাদের ২৪ ঘন্টা চলছে কিছু অসাধু জেলেরা অবৈধভাবে মাছ শিকার করতে এসে আটক হয়েছে । তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।