২১ নভেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি
হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডিমলায় পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আওতায় বস্ত্র অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষি অংশগ্রহণ করেন।
সোমবার(২৪ জুন) ডিমলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সকাল থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন-ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা।জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈবুর রহমান’র সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী।
এসময় উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা দোরিবুল্লা সরকার সহ উক্ত দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এসময় পাট চাষিদের মাঝে পাটের তৈরি উন্নতমানের ব্যাগ বিতরণ করা হয়।